বর্তমানে স্মার্টফোনের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বেশি যে ফিচারটির সাহায্য করেছে তা হচ্ছে ফোনের ক্যামেরা। ফোন কেনার আগেই ক্যামেরা কেমন হবে সেটার ব্যাপারেই বেশি চিন্তিত থাকেন সবাই। হালের জনপ্রিয় স্মার্টফোন আইফোনের জনপ্রিয়তা কিন্তু ক্যামেরার কল্যাণেই। তারাই প্রথম ১২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনে বাজারে।
Advertisement
সম্প্রতি বাজারে এলো গুগলের পিক্সেল প্রো ৭ ফোনটি। টেক জায়ান্ট গুগলের দাবি, ফোনটি প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাপলের আইফোন ১৪ প্রো-এর সঙ্গে। এমনকি আইফোন ১৪ প্রো-এর তুলনায় এর ক্যামেরাও থাকছে আরও উন্নত। গুগলের পিক্সেল প্রো ৭ ফোনটির প্রাইমেরি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল সেখানে আইফোন ১৪ প্রো ফোনটির ৪৮ মেগাপিক্সেল।
চলুন দেখে নেওয়া যাক আইফোন ১৪ প্রো বনাম পিক্সেল ৭ প্রো কোনটির ক্যামেরা কেমন-
আইফোন ১৪ প্রো ক্যামেরাপ্রাইমেরি ক্যামেরারেজোলিউশন: ৪৮ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ১.৭৮
Advertisement
ওয়াইড-এঙ্গেল ক্যামেরারেজোলিউশন: ১২ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ২.২ফিল্ড অব ভিউ: ১২০ ডিগ্রী
টেলিফটো ক্যামেরারেজোলিউশন: ১২ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ২.৮অপটিক্যাল জুম: ৩Xসর্বোচ্চ জুম: ১৫X
ডেপথ সেন্সর: আছে
সেলফি ক্যামেরারেজোলিউশন: ১২ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ১.৯
Advertisement
গুগল পিক্সেল ৭ প্রোপ্রাইমেরি ক্যামেরারেজোলিউশন: ৫০ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ১.৮৫
ওয়াইড-এঙ্গেল ক্যামেরারেজোলিউশন: ১২ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ২.২ফিল্ড অব ভিউ: ১২৬ ডিগ্রী
টেলিফটো ক্যামেরারেজোলিউশন: ৪৮ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ৩.৫অপটিক্যাল জুম: ৫Xসর্বোচ্চ জুম: ৩০X
ডেপথ সেন্সর: নেই
সেলফি ক্যামেরারেজোলিউশন: ১০.৮ মেগাপিক্সেলঅ্যাপারচার: এফ/ ২.২
সূত্র: এনডিটিভি গ্যাজেট
কেএসকে/এমএস