তথ্যপ্রযুক্তি

একসঙ্গে দুটি গাড়ি আনছে মার্সিডিজ

বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ। মার্সিডিজ গাড়িকে অনেকে আভিজাত্যের অংশই মনে করেন। মার্সিডিজ বেঞ্জ এরই মধ্যে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ি এনেছে বাজারে। যেগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে বিশ্ব বাজারে। এবার দুটি নতুন গাড়ি নিয়ে হাজির হলো বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি বৈদ্যুতিক গাড়ি।

Advertisement

অনেকটা একই রকম দেখতে গাড়ি দুটির একটি থাকছে তিনটি ভ্যারিয়েন্টে। মার্সেডিজ বেঞ্জ জিএলবি ও ও মার্সেডিজ বেঞ্জ ইবিকিউ। মার্সেডিজ বেঞ্জ জিএলবি এর ভ্যারিয়েন্টগুলো হলো মার্সেডিজ বেঞ্জ জিএলবি ২০০, মার্সেডিজ বেঞ্জ জিএলবি ২২০ডি, মার্সেডিজ বেঞ্জ জিএলবি ২২০ডি ৪এম। মার্সেডিজ বেঞ্জ ইবিকিউ বৈদ্যুতিক গাড়ি।

গাড়িগুলোতে মার্সিডিজের ক্লাসিক্যাল এলইডি হেডলাইট ও টেললাইট দেওয়া হয়েছে। এর সঙ্গে এলইডি স্ট্রিপ, ওয়্যারলেস চার্জার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, প্যানোরামিক সানরুফ, একটি ইলেকট্রনিক টেলগেট-এর মতো বৈশিষ্ট্যগুলো পাবেন গ্রাহকরা।

মার্সেডিজ বেঞ্জ জিএলবি গাড়িটির ভ্যারিয়েন্ট গুলোতে দেওয়া হয়েছে একটি ১.৩ লিটার পেট্রোল ইঞ্জিন ও একটি ২.০ লিটার ইঞ্জিনের বিকল্প। যা যথাক্রমে ১৬১ এইচপি শক্তি ও ২৫০ এনএম পিক টর্ক ও ১৮৮ এইচপি শক্তি ও ৪০০ এনএম টর্ক উত্পন্ন করে। গাড়িতে ৭ স্পিড ৮ স্পিড ডুয়াল ক্লাচ গিয়ারবক্স রয়েছে।

Advertisement

মার্সিডিজ বেঞ্জ ইবিকিউ গাড়িটিতে একটি ৬৬.৫ কিলোওয়াট ব্যাটারিপ্যাক দিয়ে সাজানো রয়েছে। এতে থাকা বৈদ্যুতিক মোটর ২২৫ পার আওয়ার শক্তি ও ৩৯০ এনএম পিক টর্ক উৎপন্ন করে। এই গাড়িটি মাত্র ৩২ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। সঙ্গে ১১ কিলোওয়াট চার্জার দেওয়া হবে। যেটির সাহায্যে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিটে গাড়িটি পুরো চার্জ হবে।

ভারতে মার্সেডিজ বেঞ্জ জিএলবি ২০০-এর এক্স শোরুম দাম থাকছে ৬৩ লাখ ৮০ হাজার, জিএলবি ২২০ডি ৬৬ লাখ ৮০ হাজার ও জিএলবি ২২০ডি ৪এম ৬৯ লাখ ৮০ হাজার টাকা। মার্সিডিজ বেঞ্জ ইবিকিউ ৭৪ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে। বাংলাদেশি মুদ্রায় মার্সিডিজ বেঞ্জ ইবিকিউ-এর দাম পড়বে ৯৩ লাখ ১২ হাজার টাকা। জিএলবি-এর ভ্যারিয়েন্টগুলো যথাক্রমে ৭৯ লাখ ৭৫ হাজার, ৮৩ হাজার ৫০ হাজার ও ৮৭ লাখ ৮৫ হাজার টাকা।

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

Advertisement