জোকস

আমি খেয়ালই করিনি

আমি খেয়ালই করিনিবাবা : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?ছেলে : আর বলো না বাবা, ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। ২ নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না। ৪ নম্বরপ্রশ্নটা যে কোথা থেকে দিল, বুঝতেই পারলাম না। ৫ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি।বাবা : আর ৬ নম্বর?ছেলে : ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল, আমি খেয়ালই করিনি!বাবা : আর ৩ নম্বর?ছেলে : বিশ্বাস করো বাবা, শুধু এই একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছি।****দাওয়াত খেয়ে আসলামমালিক : আমাদের দোকানে যে পঁচা ডিম ছিলো সেগুলো কে নিল?কর্মচারী : রহমান সাহেব...মালিক : আর মেয়াদ শেষ হওয়া সেমাইগুলো?কর্মচারী : রহমান সাহেব সবগুলোই নিয়ে গেছে...একটু পরে মালিকের কাপাল থেকে ঘাম ঝরছে! কর্মচারী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো-কর্মচারী : হুজুর, আপনার কি শরীর খারাপ?মালিক : না... মানে একটু আগে স্বপরিবারে রহমান সাহেবের বাসা থেকে দাওয়াত খেয়ে আসলাম!****জীবনের লক্ষ্য কীস্যার : তুমি বড় হয়ে কী করবে?ছাত্র : বিয়ে।স্যার : আমি বোঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কী হবে?ছাত্র : জামাই।স্যার : আরে আমি বলতে চাচ্ছি তুমি বড়হয়ে কী পেতে চাও?ছাত্র : বউ।স্যার : গাধা, তুমি বড় হয়ে মা-বাবার জন্য কী করবে?ছাত্র : বউ নিয়ে আসবো।স্যার : গর্দভ, তোমার বাবা-মা তোমার কাছে কী চায়?ছাত্র : নাতী-নাতনী।স্যার : তোমার জীবনের লক্ষ্য কী?ছাত্র : বিয়ে।এসইউ/আরআইপি

Advertisement