খেলাধুলা

মেসি-সুয়ারেজের সেই গোলটি ছিল বিনোদনমূলক

বার্সেলোনার সাবেক তারকা জন ক্রুইফ মনে করেন, ‘উস্কানিমূলক নয়, সেল্টা ভিগোর বিপক্ষে লুইস সুয়ারেজকে নিয়ে মেসি যে ব্যতিক্রমধর্মী পেনাল্টি শটটি নিয়েছিলেন সেটি ছিল বিনোদনমূলক।’রোববার ৬-১ গোলে জয় পাওয়া কাতালান দলের পক্ষে একটি পেনাল্টি নিতে গিয়ে মেসি সরাসরি জালে না মেরে সুয়ারেজকে দিয়ে করান তৃতীয় গোলটি। অথচ মেসি পেনাল্টি থেকে সরাসরি গোলটি আদায় করতে পারতেন।তা না করে তিনি বলটি আলতোভাবে সামনের দিকে এগিয়ে দেন, সেখান থেকে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা দৌড়ে আসার আগেই বল নিয়ন্ত্রণ নিয়ে গোল আদায় করেন।এ ঘটনায় ‘মেসি ও সুয়ারেজ প্রতিপক্ষ দলটির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে’ বলে সমালোচনা শুরু হয়। ১৯৮০ সালে এমনই একটি ঘটনার জন্ম দিয়েছিলেন ক্রুইফ নিজে। এজাক্সের হয়ে এ সময় তিনি বলটি পাস করেছিলেন সতীর্থ জেসপার ওলসেনের কাছে।ক্রুইফ প্রশ্ন রেখে বলেন, কেন এ ঘটনার জন্য আর্জেন্টাইন তারকার সমালোচনা হবে। ফুটবল খেলা হচ্ছে এক প্রকার বিনোদন। মেসি এর মাধ্যমে সবাইকে বিনোদন দিয়েছেন। এটি দেখে আমি খুবই খুশি। ভিন্নতা খুঁজতে যাওয়া খেলোয়াড়দেরও আমি বিভিন্ন ধারণা দিয়ে থাকি।’তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে ভেবে এমন একটি দৃশ্যের অবতারণার মাধ্যমে মেসি কাউকে উস্কানি দেয়নি, বরং সবাইকে বিনোদন দেয়ার চেষ্টা করেছেন।’বিএ

Advertisement