খেলাধুলা

নকআউটের শুরুতেই দেখে নিন নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্রের একাদশ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে ইরানকে হারিয়ে নকআউটে নাম লেখায় যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়েই নকআউট রাউন্ডে উঠেছে মার্কিনিরা। দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের।

Advertisement

গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর কোনো বিরতি নেই। আজ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। আজ থেকে নকআউট। হারলেই বিদায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিট। এরপর আবার টাইব্রেকারও থাকছে।

অর্থ্যাৎ, গ্রুপ পর্বের চেয়ে আরও জমজমাট হয়ে ওঠার অপেক্ষায় নকআউট পর্ব। যার শুরুতেই মুখোমুখি ইউরোপের প্রতিনিধি নেদারল্যান্ডস এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) অঞ্চলের প্রতিনিধি যুক্তরাষ্ট্র।

ম্যাচ শুরুর আগে দেখে নিন দু’দলের একাদশ-

Advertisement

নেদারল্যান্ডস একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)

আন্দ্রেস নোপার্ট, ভিরজিল ফন ডাইক, নাথান একে, জুরিন টিম্বার, ফ্রাঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, ডেভি ক্লাসেন, ড্যালি ব্লিন্ড, ডেঞ্জেল ডাম্ফ্রিস, মেমপিস ডিপে, কোডি গাকপো।

কোচ: লুইস ফন গাল।

যুক্তরাষ্ট্র একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)ম্যাট টার্নার, টিম রিম, ওয়াকর জিমারম্যান, অ্যান্টোনি রবিনসন, সার্জিনো ডেস্ট, টেলর এডামস, ওয়াস্টন ম্যাকেনি, ইউনুস মুসা, টিমোথি উইয়াহ, ক্রিশ্চিয়ান পুলিসিক, জেসাস ফেরেইরা।

Advertisement

কোচ: গ্রেগ ম্যাথিউ বার্হটার

আইএইচএস/