খেলাধুলা

পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে চান তামিম

সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত খেলছেন এ ড্যাসিং ওপেনার।দারুণ ফর্মে থাকা তামিম এবার পাকিস্তানে খেলার ইচ্ছা পোষণ করেছেন। আশা করছেন খুব শিঘ্রই পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।প্রায় ছয় বছর প্রতিক্ষার পর গত মে মাসে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের আসর হয়। সে সময় জিম্বাবুয়ে পাকিস্তান সফর করে। ২০০৯ সালে শ্রীলঙ্কার খেলোয়াড়দের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানে আর কেউ ক্রিকেট খেলতে যায়নি। সেখানে বাংলাদেশের তামিম ইকবাল আশা করছেন আগামী বছর টাইগাররা  ক্রিকেট খেলতে পাকিস্তান যাবে।  পাকিস্তানের একটি দৈনিককে সাক্ষাৎকার দেওয়ার সময় তামিম বলেন, ‘পিএসএলের সবে মাত্র যাত্রা শুরু হলো। আশা করি এটি দিনে দিনে আরও ভালো হবে। আমি আশা করছি বাংলাদেশ জাতীয় দল আগামী বছর পাকিস্তানে ক্রিকেট ম্যাচ খেলতে যাবে।পিএসএলে ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭ রান করেছেন তামিম। তবে সর্বশেষ দুই ম্যাচে বিশ্রামে রয়েছেন এ তারকা। ইতোমধ্যেই তার দল  সাত খেলায় ১০ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে। আরটি/এএইচ/এবিএস

Advertisement