ধর্ম

অত্যাচারী না হওয়ার দোয়া

আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি অত্যাচার করেন না। অত্যাচারীকে পছন্দও করেন না। বরং কুরআনের অসংখ্য জায়গায় তিনি মানুষকে অত্যাচার করতে বারণ করেছেন। আর দুনিয়াতে সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করা। সুতরাং আল্লাহ তাআলার শেখানো ভাষায় অত্যাচারী না হওয়ার কামনা করতে হবে। এ গরুত্বপূর্ণ দোয়াটি তুলে ধরা হলো-উচ্চারণ : রাব্বানা- লা- তাঝআ’লনা- মাআ’ল ক্বাওমিজ জা-লিমিনি।অর্থ : হে আমাদের প্রভু! আমাদেরকে জালিমদের সঙ্গী করো না। (সুরা আ’রাফ : আয়াত ৪৭)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মানুষসহ সকল সৃষ্টির প্রতি অত্যাচার করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement