দেশজুড়ে

৮০ হাজার টন আখ মাড়াই হবে নাটোর চিনিকলে

নাটোর চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। ৩ হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ।

Advertisement

উদ্বোধনের আগে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে চিনিকল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, চলতি মৌসুমে ৮০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৬ দশমিক ২০ শতাংশ।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

Advertisement