বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে সাবিনা ইয়াসমিন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
Advertisement
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার নালুয়া দক্ষিণপাড়া গ্রামের বাড়ির সামনের খাল থেকে তাকে উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবিনা ইয়াসমিন নালুয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুর রব শেখের স্ত্রী। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
সাবিনা ইয়াসমিনের স্বামী আব্দুর রব শেখর বলেন, ‘বাড়ির সামনের খালে কাপড় ধুতে গিয়ে পড়ে যায় আমার স্ত্রী। পরে আমার ছেলে রফিকুল ইসলামসহ গ্রামবাসীরা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
এসআর/এএসএম