কুঁচকির ইনজুরিতে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্বে দিবেন কে? কাল বিকেল থেকে এ কৌতুহলী প্রশ্ন ক্রিকেট অনুরাগীদের মনে উকিঝুঁকি দিচ্ছে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে দুটি নামই উচ্চারিত হয়েছে। একজন অতি অবশ্যই সাকিব আল হাসান। অন্যজন লিটন দাস।
Advertisement
পারফরমার হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবই সেরা। অধিনায়ক হিসেবে অভিজ্ঞও। কাজেই সব হিসেবেই সাকিব ছিলেন ফার্স্ট চয়েজ।পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে লিটন দাসের নামও এবার জোরেসোরেই উচ্চারিত হয়েছে।
শেষ পর্যন্ত লিটনই হয়েছেন অধিনায়ক। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দেবেন ড্যাশিং এই উইকেটরক্ষক ব্যাটার।
৪ ডিসেম্বর শেরে বাংলায় ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। তবে অধিনায়ক হিসেবে এবারই প্রথমবার নয়। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আছে লিটনের। সেটা ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন লিটন।
Advertisement
এআরবি/এমএমআর/এএসএম