সম্প্রতি প্রকাশিত হলো প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দারের বই ‘রবীন্দ্র দর্শন: সংশয় ও সমন্বয়’। বইটি প্রকাশ করেছে জাতীয় সাহিত্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।
Advertisement
বইটিতে মোট নয়টি প্রবন্ধ স্থান পেয়েছে। প্রবন্ধসমূহ হলো- ‘উপনিষদ ও ভারতীয় চিন্তা এবং রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্র দর্শন ও আত্মপলব্ধি’, ‘রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন’, ‘কাব্য সত্য ও বৈজ্ঞানিক তথ্য’, ‘মৃত্যু ভাবনায় রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রচেতনায় ধর্ম ও বিজ্ঞান’, ‘রবীন্দ্রনাথ ও উত্তর-আধুনিকতা’, ‘প্রতীচ্যের চোখে রবীন্দ্রনাথ’, ‘রবীন্দ্রদর্শন: সংশয় ও সমন্বয়’।
১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৫৫০ টাকা। বইটি বিভিন্ন অভিজাত বুকশপ, অনলাইন বুকশপসহ অমর একুশে বইমেলায়ও পাওয়া যাবে।
বইটি সম্পর্কে সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার বলেন, ‘রবীন্দ্র দর্শন খুব যে একটা সরল রৈখিক তা হলফ করে বলা যাবে না। বহু স্রোতধারা একটা মিলিত প্রবাহের মাঝ দিয়ে চিন্তা সাগরে নেমেছে তাঁর দর্শন। তবে এর মূল সুরটা যে ভগবৎ চিন্তায় উৎসরিত সে বিষয়ে খুব একটা সন্দেহের অবকাশ নেই। এমনই কিছু বিষয় নিয়ে সাজানো হয়েছে বইটি। আশা করি পাঠক উপকৃত হবেন।’
Advertisement
এসইউ/এমএস