দেশজুড়ে

ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাইমুন ইসলাম পাভেল (১৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী ফেনী হাসপাতালে পাঠিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি ফেনীর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জাহিদ পাটোয়ারী/এমকেআর