বিনোদন

তিন বাহিনী নিয়ে ব্যস্ত ইসরাত পায়েল

জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল বর্তমানে পুলিশ, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এবং এয়ারফোর্স এই তিন বাহিনীর নানা বর্নিল আয়োজনের সঞ্চালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জাগো নিউজকে পায়েল বলেন, `নতুন বছরের শুরুতেই এসএসএফ এর আয়োজনে `এসএসএফ সেলিব্রেটিং নাইট` নামের একটি কনসার্ট উপস্থাপনা করেছি। এরপর পুলিশ বার্ষিক সমাবেশে বগুড়াতেও আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনার গুরু দায়িত্ব পালন করি।`তিনি আরো বলেন, `গত মাসে আমর্স পুলিশের সদর দফতর উত্তরায় একটি বড় আয়োজন ছিল। সেখানেও আমি ছিলাম। সেই সঙ্গে আমিনবাজারে মাদক বিরোধী কনসার্টেও উপস্থাপনা করি এবং পুলিশ সপ্তাহসহ নাটরে আরো একটি প্রোগামের সঞ্চালনায় ছিলাম। এছাড়া বাংলাদেশ এয়ারফোর্স এর আরো একটি অনুষ্ঠানের উপস্থাপনায় করেছি।`একই সাথে পায়েল বলেন, `বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ক্যান্ট. এ একটি বড় কনসার্টের সঞ্চালনা করবো। সেখানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, পড়শীসহ আরো অনেকে। সেখানে গান ছাড়াও নৃত্য পরিবেশন করবে বাফা। এছাড়া ভাষার মাস উপলক্ষে আরো বড় আয়োজনের কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনার কথা চলছে যেগুলো খুব তাড়াতাড়ি চূড়ান্ত হবে।` এদিকে, গত মাসে পায়েল এটিএন বাংলায় বাণিজ্য মেলা নিয়ে মাসব্যপী আয়োজন `বাণিজ্য মেলা প্রতিদিন` নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে থাকলেও পুলিশ, এসএসএফ এবং এয়ার ফোর্সের কিছু প্রোগামের জন্য কিছুদিন পর সরে আসেন। পায়েল বলেন, `মেলা ঘুরে ক্রেতার সঙ্গে মিশে তাদের ভালোলাগা মন্দলাগা ছাড়াও মেলা কেন্দ্রীক আরো নানা বিষয় নিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। কিন্তু অন্যদিক সামলাতে গিয়ে সেখানে থাকতে পারিনি। অনুষ্ঠানটি ছিল অনেক মজার সেজন্য  ভালো রেসপন্সও পাচ্ছিলাম।`প্রসঙ্গত, ‘বিসিবি ওয়ার্ল্ড কাপ ২০১৫ কিক অপ কনসার্ট’ নামের তিন ভ্যেনুতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অনুষ্ঠিত হওয়া কনসার্টের উপস্থাপনা করে সকলের নজরে আসেন পায়েল। মূলত তার উত্থানটা সেখন থেকেই। এরপর বিভিন্ন টেলিভিশনে লাইভ প্রোগামে উপস্থাপনায় পেয়েছেন ভূয়সী প্রশংসা। বর্তমানে ইসরাত পায়েলের দেশের প্রথমসারির উপস্থাপিকাদের একজন। তার ভালো লাগে মডেলিং সেইসাথে আগ্রহ আছে অভিনয়ের প্রতি। তবে বর্তমানে উপস্থাপনা নিয়েই খুশি থাকতে চান পায়েল। ভবিষ্যতে মান-সম্পন্ন ও পছন্দসই কাজের মাধ্যমে নিজের মেধা আর সকলের দোয়ায় সেরাটি উপহার দিতে চান তিনি। টাঙ্গাইলের মেয়ে ইসরাত পায়েল সিঙ্গাপুর থেকে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা করলেও সেটা তিনি কর্মজীবনে কাজে লাগাননি। পড়ালেখার পাঠ চুকিয়ে দেশে ফিরে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন উপস্থাপনা। এনই/এএইচ/আরআইপি

Advertisement