সাহিত্য

পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার পেলেন তানভীর সিকদার

পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার পেয়েছেন তরুণ কবি তানভীর সিকদার। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সেফটিপিনে গেঁথে আছে মায়াবতী সুখ’ বইটির জন্য তিনি এ পুরস্কার পেলেন।

Advertisement

সম্প্রতি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক আয়োজনের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

তিনি ছাড়াও সাহিত্যে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন কবি কালাম আজাদ। প্রবন্ধ ও গবেষণায় ‘সিলেটি ধামাইলের ইতিকথা’ বইয়ের জন্য আশীষ দে, কথাসাহিত্যে ‘মায়ামেঘ’ বইয়ের জন্য মাহফুজ জোহা এবং শিশুসাহিত্যে ‘মশাদের মিটিং’ বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন কবি মিনহাজ ফয়সল।

কবি তানভীর বলেন, ‘বইটি প্রকাশের এত বছর পর এসেও পুরস্কারের জন্য মনোনীত হওয়া নিঃসন্দেহে আনন্দের। আশা করছি এ প্রাপ্তি আমাকে কবিতার প্রতি আরও সংসারী করে তুলবে।’

Advertisement

বইটির প্রকাশক আনিস সুজন বলেন, ‘অক্ষরবৃত্ত পরিবার থেকে কবিকে শুভেচ্ছা জানাই। এমন একটি বইয়ের প্রকাশক হতে পেরে আমি আনন্দিত।’

পাপড়ির কর্ণধার কামরুল আলম বলেন, ‘আমরা চেষ্টা করেছি লেখা এবং সাহিত্য বিচারে তরুণদের পুরস্কৃত করতে। আশা করছি পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার চলমান থাকবে। আমরা সব সময়ই তরুণদের পাশে আছি।’

এসইউ/জেআইএম

Advertisement