দেশজুড়ে

নেতাকর্মীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার (৩ ডিসেম্বর)। পরিবহন ধর্মঘটের কারণে আগেভাগেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পানি পানের জন্য সমাবেশস্থলের পাশে বসানো হয়েছে পানির ট্যাংক।

Advertisement

সরেজমিন দেখা যায়, একটি ভ্যানের ওপর একটি বিশাল পানির ট্যাংক বসানো হয়েছে। ট্যাংকের গায়ে লেখা ‘বিশুদ্ধ পানি’। সেখান থেকে পানি পান করছেন নেতাকর্মীরা।

রাজশাহী মহানগর বিএনপির সদস্য ও তাঁতীদলের আহ্বায়ক আরিফুল শেখ বনি জাগো নিউজকে বলেন, শনিবারের গণসমাবেশকে সফল করতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে অবস্থান নিচ্ছেন। তারা যেন বিশুদ্ধ পানি পান করতে পারেন সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি। যেকোনো মূল্যে এই গণসমাবেশকে সফল করতে চাই।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভাগে বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে গণসমাবেশের আয়োজন করেছে দলটি।

Advertisement

রাজশাহী শহরের মাদরাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস