দেশজুড়ে

শীতের শুরুতেই বাড়ছে বিদেশি পর্যটক

শীতের শুরুতেই এবার পর্যটন জেলা মৌলভীবাজারে আসতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। গত তিনদিনে শ্রীমঙ্গলের শুধু নিসর্গ নীরব ইকো কটেজেই এসেছেন ১২ জন। এদের অনেকেই উঠেছেন বিভিন্ন রিসোর্ট ও কটেজে। 

Advertisement

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ১০ মাস আগে দক্ষিণ এশিয়ায় ভ্রমণে বের হয়েছেন। এক সপ্তাহ হলো বাংলাদেশে এসেছেন। এখানকার কৃষ্টি কালচার এবং মার্কেটিং তাদের কাছে অনেক ভালো লেগেছে।

‘চায়নিজ রেস্টুরেন্ট ‘চামুজ্ঞ’র ম্যানেজার শংকর চত্রী নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গত তিনদিনে এখানে শতাধিক বিদেশি নারী-পুরুষ খাওয়া-দাওয়া করেছেন। আমাদের পার্শ্ববর্তী ইকো কটেজে বোর্ডার হিসাবে ১২ জন ছিলেন।

‘চামুজ্ঞ’রেস্টুরেন্টের সিনিয়র স্টাফ তাপস দাশ তালিকা তুলে ধরে বলেন, আমাদের এখানে যারা এসেছেন তারা হলেন, ১. ভ্যালিরি-বেলজিয়াম, ২. অলিবার-বেলজিয়াম, ৩. জুলি-বেলজিয়াম, ৪. অ্যানিতা-ফ্রান্স, ৫. লাউরি-আমেরিকা, ৬. জিয়াংর-চায়না, ৭. চারা-কানাডা, ৮. কেটিং-অস্টেলিয়া, ৯. ইউগো-ইতালি, ১০. হিন্যারি-ফ্রান্স, ১১. ইজারত- ফ্রান্স ১২. স্টিফেন- জার্মান।

Advertisement

স্টিফেন নামের ওই জার্মান নাগরিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, বাংলাদেশ তার কাছে খুব ভালো লেগেছে। এখানকার সৌন্দর্য উপভোগ করছি। জলাশয়ের পাখির কিচিরমিচির খুবই ভালো লেগেছে। শ্রীমঙ্গলের টি প্লান্টেশন ইউনিক লেগেছে। এখানকার মানুষ অতিথিপরায়ন।

মৌলভীবাজার পর্যটনসেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী সামছুর রহমান জাগো নিউজকে বলেন, এবার শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। বিগত বছরগুলোতে পর্যটক আসা বন্ধ ছিল। অনেক কটেজও বন্ধ ছিল। রিসোর্টের ব্যবসায় অনেক লোকসান গুনতে হয়েছে। এবার বিদেশিদের আনাগোনায় রিসোর্ট কটেজ ব্যবসায় আশার প্রদীপ জ্বলেছে।

আব্দুল আজিজ/এসএইচএস/জেআইএম

Advertisement