দেশজুড়ে

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপিত

পার্বত্য শান্তি চুক্তির অঙ্গীকার সন্ত্রাসবাদ নিপাত যাক-স্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ১৭ বছর পূর্তি উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউতে সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক তালুকদার মো. ইউনুচ সভাপতির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎকালীন সংসদের চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ দীর্ঘদিনের পাহাড়ি-বাঙালি বিরোধের অবসান ঘটিয়ে শান্তি এনছিলেন। তিনি আরো বলেন, বিএনপি সময় অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। যেমনটা চেয়েছিল ৫ জানুয়ারি নির্বাচনকে বানচাল করার মধ্যদিয়ে গণতন্ত্রকে হত্যা করতে। অথচ এই নির্বাচনকে বিশ্বের সকল রাষ্ট্র মেনে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে নানা চুক্তি করছেন। তারাও বলেছেন নির্বাচন কখন হবে এর দায়িত্ব বাংলাদেশের জনগণের। দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমাবেশে আগত নেতা কর্মীদৈর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি  কেএম জাহাঙ্গির, ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন, বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সরদার খালিদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিছউদ্দিন শহিদ, ছাত্রলীগ জেলা সভাপতি সুমন সেরনিয়াবাতসহ অন্যরা।এরপর ফেস্টুন উড়ানোর পর একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সমাবেশস্থলে আসে। এর আগে বরিশালে বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। সমাবেশ ও  আনন্দ মিছিল আওয়ামী লীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Advertisement