স্বাস্থ্য

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬১ জন

চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সর্বশেষ ৩০ নভেম্বর দুপুর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৮৩ জন।

Advertisement

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত সবমিলিয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬১ জন। বুধবার সকাল পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। চলতি মাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭ জন।

বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে সর্বশেষ ১২২ জন চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে।

Advertisement

চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ৩৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম