ধর্ম

ভয়াবহ বিপদের সময় কী দোয়া পড়বেন?

বিপদের সময় কী আমল করবেন? কী দোয়া পড়বেন? ভয়াবহ বিপদে পড়লে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমল করতেন? কোন দোয়া পড়তেন? এ সম্পর্কে হাদিসের দিকনির্দেশনা কী?

Advertisement

ভয়াবহ বিপদ ও কষ্টের সময় আকাশের দিকে তাকিয়ে মহান রবের কাছে নিজেদের কষ্টের কথা বলা সুন্নত। আর তাতে বিপদ থেকে মুক্ত হওয়া যায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন আমল করতেন এবং ছোট্ট একটি দোয়া পড়তেন। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয়াবহ বিপদে পড়লে আকাশের দিকে নিজ মাথা তুলে বলতেন-

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

Advertisement

‘মহান আল্লাহ খুবই পবিত্র’।

আর যখন তিনি আকুতি সহকারে দোয়া করতেন তখন বলতেন-

يَا حَىُّ يَا قَيُّومُ

‘হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী।’ (তিরমিজি ৩৪৩৬)

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আকাশের দিকে তাকিয়ে তারই পবিত্রতা ও প্রশংসা করার তাওফিক দান করুন। ভয়াবহ বিপদ থেকে মুক্ত থাকতে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম