দেশজুড়ে

ডাকবাংলোতে ঝুলছিল সরকারি কর্মকর্তার মরদেহ

সিরাজগঞ্জে সুরজিত কুমার মজুমদার (৪০) নামের জেলা পরিষদের এক হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা পরিষদের ডাকবাংলো থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সুরজিত কুমার মজুমদার পাবনা পৌরসভার রাধানগর মহল্লার সুধির মজুমদারের ছেলে। তার স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, ডাকবাংলো থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার গলায় কালো দাগের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

Advertisement

জেলা পরিষদের উচ্চমান সহকারী মুকুল হোসেন জাগো নিউজকে বলেন, ‘তার আত্মহত্যার বিষয়টি জানার পর আমরা হতভম্ব হয়ে গেছি।’

নিহত সুরজিতের বড় ভাই সুবির মজুমদার বলেন, ‘সকাল ৯টার দিকে আমাদের ফোন দিয়ে জানানো হয়, আপনার ভাই আত্মহত্যা করেছে। তখন পাবনা থেকে আমরা ছুটে সিরাজগঞ্জ চলে আসি। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এখন গ্রামে নিয়ে যাবো।’

এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। জেলা পরিষদের ডাকবাংলোতে এমন ঘটনা আগে ঘটেনি। বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

এসআর/জিকেএস

Advertisement