আইন-আদালত

গুলশান-বারিধারায় বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

রাজধানীর গুলশান-বারিধারা লেকের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্টদেরকে হাইকোর্টের এই নির্দেশনা পালন করে জানাতে বলেছেন আদালত।একইসঙ্গে গুলশান লেক, সুয়ারেজ ও অন্যান্য সকল পরিবেশ দূষণকারী বর্জ্য নিষ্কাশনের বিষয়ে কেন নিষেধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আগামী চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ সচিব, রাজউক কর্তৃপক্ষ, ওয়াসা কর্তৃপক্ষ, পরিবেশ সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।এক আবেদনের শুনানি গ্রহণ করে বুধবার হাই কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত ও সীমা হায়দার চৌধুরী।এর আগে বুধবার সকালে `গুলশান লেক সমূহে পয়ঃনিষ্কাশন ও মানব বর্জ্য নিষ্কাশন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ এই মর্মে রুল চেয়ে ব্যারিস্টার ওমর সাদাত ও সীমা হায়দার চৌধুরী রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন বলে জানান আইনজীবীরা।এফএইচ/এমজেড/এমএস

Advertisement