গাজীপুরের ৩৬নং ওয়ার্ডের মধ্যগাছা এলাকায় মা এ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ ঘটনার সময় এলাকাবাসী ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।আটক ডাকাতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের মো. রাজু (২০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার মো. শাহিন (২০)।কারখানার ব্যবস্থাপক মো. সালেক হাওলাদার জানান, বুধবার ভোর ৪টার দিকে ট্রাকযোগে ১৫/১৬ জনের একটি ডাকাতদল কারখানার গোডাউনে হানা দেয়। এ সময় ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীর হাত-পা ও চোখ মুখ বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতার বস্তা ট্রাকে তোলার সময় পাশ্র্ববর্তী ওয়েসিস কারখানার অপারেটর মনির হোসেন টের পায়। তিনি ডাকাতদের রাতে ট্রাকে মালামাল উঠানোর কারণ জানতে চাইলে ডাকাতরা মনির হোসেনকেও বেঁধে ফেলে। মনিরের চিৎকারে স্থানীয় লোকজন বাসা থেকে বের হলে ডাকাতরা মালামালসহ ট্রাক নিয়ে পালাতে চেষ্টা করে।এ সময় ৩ ডাকাত ট্রাকের উপর থেকে লাফিয়ে পালাতে চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয় ও পরে তাদের পুলিশের কাছে সোপার্দ করে।এ ঘটনায় ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ।জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী জানান, তিনজনকে আটক করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।আমিনুল ইসলাম/এফএ/এসএস/পিআর
Advertisement