দেশজুড়ে

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ মো, নান্নু শেখ (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৮।

Advertisement

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্প।

আটক নান্নু রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর এলাকার মোকারম শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বিকেলে রাজবাড়ীর রেলওয়ে ম্যান্সের অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদের সামনে থেকে অবৈধ অস্ত্রসহ নান্নুকে আটক করে। এ সময় একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Advertisement

আটক আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস