দেশজুড়ে

গাইবান্ধার তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সবকটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Advertisement

সোমবার (২৮ নভেম্বর) উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জাহিদ হাসান শুভ ঘোড়া প্রতীকে ৯ হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০৫ ভোট।

বনগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে ফজলুল কাইয়ুম হুদা আনারস প্রতীকে ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকলেছুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৯৯ ভোট।

Advertisement

এছাড়া, কামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে মাহফুজার রহমান রাশেদ টেবিল ফ্যান প্রতীকে ৩ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীন ভোটগ্রহণ চলে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এমআরআর/জেআইএম

Advertisement