বিনোদন

হলিউড তারকা আইরিন কারা মারা গেছেন

হলিউডের খ্যাতিমান তারকা আইরিন কারা আর নেই। শনিবার (২৬ নভেম্বর) তিনি ৬৩ বছর বয়সে আমেরিকার ফ্লোরিডায় পরলোক গমন করেন। ‘বিসিসি’র প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

Advertisement

This is the absolute worst part of being a publicist. I can't believe I've had to write this, let alone release the news. Please share your thoughts and memories of Irene. I'll be reading each and every one of them and know she'll be smiling from Heaven. She adored her fans. - JM pic.twitter.com/TsC5BwZ3fh

— Irene Cara (@Irene_Cara) November 26, 2022

আইরিন কারা অভিনয় এবং গানে সমান পারদর্শী ছিলেন। তিনি ১৯৮০ সালের ‘ফেম’ সিনেমায় টাইটেল সংগীতে কণ্ঠ দিয়ে তুমুল আলোচনায় আসেন। অভিনয় ও সংগীতচর্চার পাশাপাশি আইরিন কারা গান লিখেও প্রশংসা লাভ করেন।

ইংরেজি ও স্প্যানিস ভাষায় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গানের ভুবনে প্রবেশ করেন আইরিন কারা।

Advertisement

‘ফ্ল্যাশড্যান্স হোয়াট এ ফিলিং’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার ও শিল্পী হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন আইরিন কারা। তিনি গান লেখা ও গাওয়ার জন্য অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার মৃত্যুতে বলিউডের তারকারা শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন আইরিন কারা। পাঁচ ভাই-বোনের মধ্যে আইরিন কারা সর্বকনিষ্ঠ ছিলেন। স্প্যানিশ ভাষায় প্রচারিত একটি চ্যানেলে চাকরির মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। আইরিন কারা অভিনয়ের জন্য ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।

এমএমএফ/এএসএম

Advertisement