নীলফামারীর ডিমলা উপজেলায় পশ্চিম খড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী।
Advertisement
সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী পাস না করা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে চারজন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষা দেয় দুজন। বাকি দুজনের বিয়ে হয়ে যাওয়ায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে পরীক্ষায় অংশ নেওয়া দুজনই অকৃতকার্য হয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম জাগো নিউজকে বলেন, ‘আমার প্রতিষ্ঠান থেকে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। চারজন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের মধ্যে দুজনের বিয়ে হয়ে গেছে। বাকি দুজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।’
Advertisement
তিনি বলেন, ‘এ দুজনের মধ্যে একজন প্রতিবন্ধী, অপরজনের বিয়ে হয়ে গেছে। তাদের ওপর আর কীভাবে চাপ প্রয়োগ করে পাস করাবো? যেহেতু এবছর প্রথম, আগামী বছর আমার স্কুল ঘুরে দাঁড়াবে ইনশা আল্লাহ।’
উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘তারা হয়তো শিক্ষার্থীদের পড়াননি তাই পাস করতে পারেনি। ওখানে এমপিও নাই, বিলও নাই। ওখানে আমরা আর কী বলবো।’
জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে জানাবো।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় তিন হাজার ৭৮৯টি কেন্দ্রে ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে রাজশাহীর দুটি, যশোরের একটি, দিনাজপুরের পাঁচটি, ময়মনসিংহের একটি এবং মাদরাসা বোর্ডের ৪১টিসহ মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
Advertisement
এসআর/এমএস