ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন এখলাছ উদ্দীন নয়ন নামের এক সাবেক ইউপি সদস্য। এমন ফলাফলে উচ্ছ্বসিত তার পরিবারও।
Advertisement
এখলাছ উদ্দিন নয়ন উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।
এখলাছ উদ্দিন জাগো নিউজকে বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমার আগ্রহ ছিল পড়াশোনা করার। সেই আগ্রহ থেকেই এ বছর মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছি।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম জাগো নিউজকে বলেন, এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। তিনি এ বছর আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। এ বয়সে এসে তার এমন ফলাফলে আমরা গর্বিত।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম