দেশজুড়ে

গাইবান্ধার ৩ ইউপির ভোটগ্রহণ চলছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্থগিত হয়ে থাকা বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউপির ভোটগ্রহণ চলছে। সোমবার (২৮) নভেম্বর সকাল ৮টায় ২৯টি কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Advertisement

ওই তিন ইউপির ভোটে তিনজন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ২৭ জন সাধারণ সদস্য পদের বিপরীতে ২২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪৪ ও সাধারণ সদস্য পদে ১৬৬ জন রয়েছেন। যেখানে মোট ভোটারের সংখ্যা ৬৮ হাজার ২৪৮ জন।

তবে জয়েনপুর আদর্শ কলেজ ভোট কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৮ টায়। ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটাররা দু-একজন করে কেন্দ্রে আসছেন ভোট দিতে।

জয়েনপুর আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জয়েনপুর গ্রামের কৃষক ইউনুছ আলী (৬৫) বলেন, এই প্রথম ইভিএম এ ভোট দিলাম। ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।

Advertisement

ওই তিন ইউনিয়নে ২৯টি ভোট কেন্দ্রে ২৯ জন প্রিজাইডিং অফিসার, ২২৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৫৮ জন পুলিং অফিসার ভোটগ্রহণ করছেন।

ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করার লক্ষে প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া পুলিশের ১৪টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিপি ও র্যাবের টিম দায়িত্ব পালন করছেন।

এছাড়াও দায়িত্ব পালন করছেন প্রতি ইউনিয়নে একজন করে মোট তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জয়েনপুর আদর্শ কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মানিক কুমার বর্মন বলেন, ভোট শুরু করতে একটু দেরি হলেও আর কোনো সমস্যা নেই।

Advertisement

জেএস/জিকেএস