দেশজুড়ে

পিরোজপুর আওয়ামী লীগের সভাপতি আউয়াল, সম্পাদক হাকিম

বীর মুক্তিযোদ্ধা একেএম আউয়ালকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement

রোববার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এসময় সাবেক এমপি অধ্যাপক মো. শাহ আলমকে জাতীয় কমিটির সদস্য করার প্রস্তাব করা হয়েছে।

এর আগে দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

এসময় তিনি বলেন, যারা হাওয়া ভবন করে লুট করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। ১০ ডিসেম্বর বিএনপি কিছুই করতে পারবে না। ওই দিন আমরাও মাঠে থাকব। তবে আমারা তাদের বাধা দিব না। কিন্তু তারা যদি আগুন নিয়ে খেলতে চান। লাঠি নিয়ে খেলতে চান। তাহলে আমরা তা হতে দেব না। বিএনপির সঙ্গে খেলা হবে। খেলা হবে নির্বাচনে, খেলা হবে লুট পাটের বিরুদ্ধে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তি চুক্তির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান, কেন্দ্রীয় সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু ও মেয়র মো. হাবিবুর রহমান মালেক প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ২০১৫ সালের ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা একেএম আউয়ালকে সভাপতি ও অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

আরএইচ/জেআইএম

Advertisement