সূর্য পশ্চিম দিকে ওঠে না কেনশিক্ষক : বল তো সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?ছাত্র : আমি পরীক্ষায় পাস করি না বলে।শিক্ষক : কেন?ছাত্র : কারণ, আম্মু বলেছেন আমি যেদিন পাস করবো সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি, তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না!********ফ্রি আইসক্রিমএক পিচ্চি মেয়ে দোকানদারকে বলছে, `আচ্ছা আঙ্কেল আমি যখন বড় হবো তখন আপনি কি আপনার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবেন?`দোকানদার হেসে বললো, `হ্যাঁ মামনি, অবশ্যই দেবো।`মেয়ে : ঠিক আছে, তাহলে আপনার হবু পুত্র বধূকে ফ্রি দুইটা আইসক্রিম দিন!*******ব্যবহারবিধিটা কোথায়ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন। বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?******ডিগ্রি লাভশিক্ষক : লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না।বল্টু : আমি আপনার সাথে একমত হতে পারলাম না স্যার।শিক্ষক : কেন?বল্টু : স্যার, থার্মোমিটার তো লেখাপড়া জানেনা। তারপরেও ওর ডিগ্রি আছে।******শায়েস্তা করার মোক্ষম সুযোগমৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন-স্বামী : আমিতো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর।স্ত্রী : সাজ্জাদ সাহেব! বলো কি, তিনি তো তোমার শত্রু। আর তাকে কি না বিয়ে করতে বলছ তুমি!স্বামী : আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ।আরএস/পিআর
Advertisement