কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া ছাত্রলীগ নেতা আরমিন আহমেদকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
Advertisement
শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
আরমিন উপজেলা সদর ইউনিয়নের বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
আরমিনের স্বজনরা জানান, শনিবার রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে চার বন্ধুসহ থানারঘাট এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন আরমিন। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছালে দুটি মাইক্রোবাসে ১৫-২০ জন যুবক এসে তাদের গতিরোধ করে হামলা চালায়।
Advertisement
এ সময় তার সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে গেলে হামলাকারীরা আরমিনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জাগো নিউজকে বলেন, হামলার ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আরমিন আহমেদের দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণায় আলোড়ন সৃষ্টি করে। তার দাবি, তিনি ছাত্রদল থেকে আসা নেতার পেছনে রাজনীতি করতে পারবেন না। তাই তিনি দুধ দিয়ে গোসল করে কলঙ্কমুক্ত হতে চেয়েছেন।
এসজে/জিকেএস
Advertisement