বিতর্কিত দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ধারণা করছেন, এ সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। খবর- মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ।উপগ্রহ থেকে তোলা ছবির ভিত্তিতে এ খবর দিয়েছে তারা। এ ছবি কেবলমাত্র ফক্স নিউজই পেয়েছে এবং চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। ফক্স নিউজ তার প্রতিবেদনে জানায়, ইমেজস্যাট ইন্টারন্যাশনাল বা আইএসআই’এর তোলা ছবিতে দেখা গেছে চীন এ ক্ষেপণাস্ত্রের দুইটি ব্যাটারি উডি দ্বীপে মোতায়েন করেছে। দুই ব্যাটারিতে আটটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং রাডারও রয়েছে।তবে এ বিষয়ে চীনের কোনো বক্তব্য রয়েছে কি না সে বিষয়ে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়নি। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোকে নিজ দেশের অন্তর্ভুক্ত বলে চীনের পাশাপাশি দাবি করছে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান। বিরোধপূর্ণ এসব এলাকা হলো স্পার্টলি, পারাসেল, প্রাসাটাস এবং স্কেয়ারবোরো দ্বীপপুঞ্জ।আরএস/পিআর
Advertisement