খেলাধুলা

বাঁচামরার ম্যাচে বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনার একাদশে!

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার। আর্জেন্টিনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ মেক্সিকো।

Advertisement

উত্তর আমেরিকার এই দেশটির বিপক্ষে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির অধীনে শুক্রবার কঠোর অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সেই অনুশীলন থেকে সম্ভাব্য একাদশও অনেকটা ঠিক হয়ে গেছে।

সৌদির কাছে হারের পর একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক 'গাস্তন এদুল' জানিয়েছেন, সৌদির বিপক্ষে খেলা রক্ষণভাগের চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই এবার শুরুর একাদশে থাকবেন না।

প্রথম ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোর বদলি হিসেবে নেমেছিলেন মার্কোস আকুনা। তিনি মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশেই শুরু করতে যাচ্ছেন। ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গা নিতে যাচ্ছেন লিসান্দ্রো মার্টিনেজ। তার সঙ্গে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি।

Advertisement

আরও পরিবর্তন আসবে ডিফেন্সে। গঞ্জালো মন্টিয়েল আসবেন নাহুয়েল মলিনার জায়গায়। মিডফিল্ডে পাপু গোমেজের জায়গা নিতে যাচ্ছেন এনজো ফার্নান্দেজ। গুইদো রদ্রিগেজ অথবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারেরও সুযোগ মিলতে পারে একাদশে।

আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে যথারীতি থাকবেন লওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া। জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে খেলারই সম্ভাবনা বেশি।

আর্জেন্টিনা একাদশএমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

এমএমআর/এএসএম

Advertisement