গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি উৎসবের আয়োজন করা হয়েছে।
Advertisement
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ উৎসবের আয়োজন করা হয়। জামালপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ উৎসবের আয়োজন করে।
এ সময় জামালপুর জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ।
Advertisement
সভাপতিত্ব করেন জামালপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাজ্জাদ হোসাইন। পরিচালনা করেন সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম।
এ সময় গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রেখে কলাপাতায় খাবার পরিব্শেন করা হয়।
এদিকে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (সবুজ)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একই বর্ষের ফয়সাল কবির।
নতুন কমিটির সভাপতি সাজ্জাত হোসেন বলেন, আগামীতে আরও বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করবো। শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।
Advertisement
এসআর/এএসএম