জাতীয়

বার্গম্যানকে জরিমানাসহ কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন। এছাড়া কারাদণ্ডের পাশাপাশি বার্গম্যানের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।মুক্তিযুদ্ধের সময় নিহতদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এজ এর বিশেষ প্রতিবেদক বার্গম্যান।রায়ে আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, বার্গম্যানের মতো একজন মানুষ কীভাবে মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত মানসিকতা ধারণা করে বাংলাদেশে কাজ করছে। সরকার এ ব্যাপারে নিশ্চয়ই আইনগত তদন্ত করবে। বার্গম্যান পেশাগত নৈতিকতার সীমা লঙ্ঘন করেছেন। সতর্ক করার পরও বার্গম্যান ইচ্ছাকৃতভাবে বারবার এসব কাজ করেছেন।আদালত আরও বলেন, তিনি (বার্গম্যান) আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে আগ্রাসী আচরণ করেছেন। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অনুভূতির জায়গা। কেউ এটাকে অস্বীকার করতে পারে না। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন। এ সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।২০১১ সালে নিজের লেখা ব্লগে বার্গম্যান মুক্তিযুদ্ধকালে ৩০ লাখ নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তার কাছে ব্যাখ্যা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান। আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ার ক্রাইমস ডট ব্লগ স্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে নিহতদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো হলো- আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি, আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন এবং সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস।পরে ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বার্গম্যান এ বিষয়ে ব্যাখ্যা দিলে এর ওপর শুনানি হয়। তবে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানান ট্রাইব্যুনাল। এ জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Advertisement