জয়পুরহাটের আক্কেলপুরে নকল স্বর্ণমুদ্রা বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে র্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
আটকরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কুড়ি মাধবপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মিলন হোসেন (৩২) ও ক্ষেতলাল উপজেলার মোহাব্বত পুর গ্রামের মৃত ফজলুল বারীর ছেলে আব্দুল বারী (৫০)।
মেজর মোস্তফা জামান জানান, জহুরুল ইসলাম নামের এক যুবক অভিযোগ করেন, আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে।
পরে তারা ফোন দিয়ে জানান, তাদের এক আত্মীয় পুকুর খনন করতে গিয়ে একটি স্বর্ণের মুদ্রা পেয়েছেন। সেই দুষ্প্রাপ্য স্বর্ণমুদ্রাটি তার কাছে অল্প দামে বিক্রি করবেন। এতে লোভে পড়ে সাড়ে তিন লাখ টাকায় ওই মুদ্রাটি কিনে নেন তিনি। স্বর্ণকারের কাছে পরীক্ষা করে দেখেন মুদ্রাটি ভুয়া। পরে সেটি ফেরত দিয়ে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা জহুরুলকে ভয়ভীতি দেখান। র্যাবকে অভিযোগ দিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
রাশেদুজ্জামান/আরএইচ/জেআইএম