আমেরিকার জনপ্রিয় মডেল ডেভন উইন্ডসর। তিনি ২০১৮ সালের ২৪ জুন আমেরিকান ব্যবসায়ী জোনাথন বারবারার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিলেন। এবং সেন্ট বার্টস দ্বীপে ২০১৯ সালে ১৬ নভেম্বর তারা তাদের বিয়ে করেছিলেন।
Advertisement
২০২১ সালের ১২ মার্চ উইন্ডসর এবং বারবারা স্রষ্টার কাছে চেয়েছিলেন যেন তাদের প্রথম সন্তানটি যেনো মেয়ে হয়। বিধাতা তাদের প্রত্যাশা পূরণ ও করেছেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। এই জুটি তাদের প্রথম কন্যা সন্তানের নাম রাখেন এনজো এলোডি বারবারা।
২০২২ সালের ২১ নভেম্বর উইন্ডসর এবং বারবারা ঘোষণা করেন যে তারা দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। ইউএস ডেইলি মেইল অনলাইন পত্রিকার তথ্য অনুযায়ী এই মডেল গত সোমবার সকালে তার ইনস্টাগ্রামে একটি টপলেস ছবির সঙ্গে খবরটি সবার সঙ্গে শেয়ার করেছেন। যেখানে তার বেবি বাম্প প্রকাশ পেয়েছে।
View this post on InstagramA post shared by devon windsor (@devwindsor)
Advertisement
ডেভন তার মেয়ে এনজোকে ধরে ছিলেন যার বয়স এক বছর। অন্য একটি ছবিতে দেখা যায় যে ডেভন তার পেটের আল্টাসনোগ্রামের একটি ছবি ধরে পোজ ও দিয়েছেন এবং লিখেছেন... কেউ বড় বোন হতে যাচ্ছে। আর আমরা পরের বছর দ্বিতীয় সন্তানের আশা করছি।
তার এই পোস্টে লাইক দিয়েছেন ৪৫১৫৪ জনের বেশি এবং মন্তব্য করেছেন ৭০২ জনেরও অধিক শুভাকাঙ্ক্ষী। স্বর্ণকেশী আমেরিকান এই সুপার মডেল আপাতত বিশ্রামে রয়েছেন।
এমএমএফ/জিকেএস
Advertisement