সাহিত্য

এম এ রহমানের একডজন হাইকু

১.অব্যক্ত কথাজমে জমে বাড়ায়বিষম ব্যথা।

Advertisement

২.চারুলতা সেজড়িয়ে থাকে অঙ্গেভালোবাসে যে।

৩.জীবন রথেশূন্য পকেট ভরেহারাব পথে!

৪.এক গোলাপরূপে-গন্ধে আগুনভীষণ তাপ!

Advertisement

৫.প্রেমের তীরলাগলে হৃদে রক্তযদিও বীর।

৬.হৃদয় ছুঁই বাস্তব চোখ রাঙেআবেগ ধুই।

৭.স্বার্থের চোখেবিতৃষ্ণা ভরে থাকেহৃদ অসুখে।

৮.মানুষ সে-ইআঁধারে চোখে দেখেতুষ্ট অল্পেই।

Advertisement

৯.মনের দেহভিতরে কত পুড়েজানে না কেহ!

১০.সময় রথবিপরীত চলকেদেখায় পথ।

১১.স্বপ্নতে বাঁচি এটুকু না থাকলেকী করে নাচি!

১২.বকুল ফুলযদিও শুকিয়ে যায়গন্ধ তুমুল।

এসইউ/এমএস