কাতার বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
Advertisement
আর্জেন্টিনার ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা নিয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন সমর্থকরা।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা হইহুল্লোড়ে মেতে ওঠেন। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে- এ আশা তাদের।
শিক্ষার্থীদের দাবি, কোনো মেডিকেল কলেজে আমাদের মতো এতো বড় পতাকা তৈরি করেনি। আমরা মনেপ্রাণে আর্জিন্টিনাকে ভালোবাসি। তাই নিজেদের টাকায় পতাকা, আলপনাসহ বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। আশা করছি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ইতিহাসে নতুন করে নাম লেখাবে।
Advertisement
ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরুল হাসান বলেন, বিশ্বকাপ একটা বিশাল ব্যাপার। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট আর্জেন্টিনা। অন্য দল ভালো খেললেও ব্যক্তিগতভাবে আর্জিন্টিনাকে ভালোবাসি। তাই মিছিলে অংশ নেওয়া।
মঞ্জুরুল ইসলাম/এসজে/এমএস