ক্যাম্পাস

শিক্ষকদের কর্মবিরতি, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় সাতশত শিক্ষার্থীর ভবিষ্যৎ। সংকট নিরসন করে দ্রুতই ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুরো ক্যাম্পাসজুড়ে সুনসান নীরবতা। কক্ষে ঝুলছে তালা। আন্দোলনরত শিক্ষকদেরও দেখা নেই।

এর আগে, উপাচার্য সৈয়দ সামসুদ্দিন আহমেদের অপসারণসহ ১০ দফা দাবি আদায়ে ২ নভেম্বর থেকে কর্মবিরতি, অবস্থান কর্মসূচিসহ নানামুখী আন্দোলনে নামেন শিক্ষকরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ছিল উপাচার্য সৈয়দ সামসুদ্দিন আহমেদের শেষ কর্মদিবস। তবে এদিন তিনি ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কথা বলে প্রথমে জামালপুর শহর ও পরে ঢাকায় চলে যান। তিনি চলে যাবার পরও ক্লাসে ফেরেননি শিক্ষকেরা। তাই ১৯ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মুস্তাসির বলেন, ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল (সেমিস্টার) চলছে। এরমধ্যে শিক্ষকদের লাগাতার আন্দোলনের ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো।

Advertisement

শিক্ষকদের আন্দোলনের আহ্বায়ক ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সোমবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন বলেন, উপাচার্যের নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি চলে গেছেন। তবে শিক্ষকরা এখনও ক্লাসে ফেরেননি। কবে ফিরবেন সেটাও জানি না।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

Advertisement