খেলাধুলা

মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে জিতল সাউথ জোন

ঘরের ক্রিকেটে ফিরেই বল হাতে দুর্বার সাইফউদ্দিন আর মেহেদি হাসান মিরাজ। আজ রোববার বিকেএসপিতে একই ম্যাচে ৫ উইকেট শিকার করলেন সাইফউদ্দিন ও মিরাজ।

Advertisement

তবে পেসার সাইফউদ্দিন দল জেতাতে না পারলেও অফস্পিনার মিরাজের বোলিংটা ঠিক কাজে দিয়েছে। মিরাজ ৪২ রানে ৫ উইকেট দখল করলে ১২৭ রানেই শেষ হয় নর্থজোনের ইনিংস। আর তাতেই ৭২ রানের বড় জয়ে মাঠ ছাড়ে মিরাজের সাউথজোন।

বল হাতে প্রতিপক্ষ ইনিংসের অর্ধেকটার পতন ঘটানো সাউথ জোন অধিনায়ক মিরাজ ব্যাটেও ৪২ বলে ২৫ রানের এক কার্যকর ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাফল্যের মিশনে ।

তবে বিশ্বকাপে শেষ মুহূর্তে বাদ পড়া সাইফউদ্দিন দল জেতাতে না পারলেও বল হাতে আগুন ঝরিয়েছেন ৩০ রানে সাউথজোনের ৫ উইকেট দখল করে। তার সাথে ভাল বোলিং করেছেন ফর্মে থাকা তাসকিনও (২/৩৩)।

Advertisement

নর্থ জোন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সুবিধা করতে পারেননি। আউট হয়ে গেছেন মাত্র ৮ রানে। সাউথজোনের টপ স্কোরার তৌহিদ হৃদয় (৭১ বলে ৬৬)। এছাড়া ওপেনার নাইম শেখও ৬৬ বলে ৫৪ রানের এক আক্রমণাত্মক ইনিংস খেলেছেন। তাদের জোড়া ফিফটিতে ১৯৯‘তে গিয়ে ঠেকে সাউথ জোনের রান।

সাউথ জোন: ১৯৯/১০, ৪৩.৩ ওভার (বিজয় ১২, নাইম শেখ ৫৪, জাকির হাসান ০, নাইম ইসলাম ৪, নাসির ৪, তৌহদ হৃদয় ৬৬, মেহেদি মিরাজ ২৫, জিয়া ২, আলাউদ্দীন বাবু ১০ নটআউট, নাসুম ৭, শরিফুল ৬, অতিরিক্ত ৯; সাইফউদ্দীন ৫/৩০, তাসকিন ২/৩৩, শরিফুল ২/৩৯, শামিম পাটোয়ারি ১/২০ )।

নর্থ জোন: ১২৯/১০, ২৯.৩ ওভার (তানজিদ হাসান তামিম ০, সৈকত আলী ২৬, শাহাদাত হোসেন দিপু ৩, ফজলে মাহমুদ রাব্বি ২৬, মাহমুদউল্লাহ রিয়াদ ৮, আকবর আলী ১৬, শামিম পাটোয়ারি ৪২, সাইফউদ্দীন ২, তাসকিন ০ , রাকিবুল ২, শরিফুল ০, অতিরিক্ত ২, মিরাজ ৫/৪২, নাসুম ৩/২০, শরিফুল ১/৩৮, জিয়া ১/১৩)।

এআরবি/আইএইচএস/

Advertisement