জাগো জবস

নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি স্থগিত

বিসিএস নন-ক্যাডার নিয়োগে পূর্বের নিয়ম বহালসহ ছয় দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। টানা ১৫ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর আজ (রোববার) থেকে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন তারা।

Advertisement

তবে আন্দোলনে সাময়িক বিরতি চলাকালেও সপ্তাহে দুই দিন কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি না মানা হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

রোববার (২০ নভেম্বর) নন-ক্যাডার চাকরি প্রার্থীদের ১৫তম দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনে সাময়িক বিরতির ঘোষণা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাকরিপ্রত্যাশী জাগো নিউজকে বলেন, আন্দোলন থামিয়ে দিতে আমাদের মামলার হুমকি দেওয়া হয়েছে। যা খুবই উদ্বেগের। তবে আমাদের দাবি না মানা হলে কোনো মামলার ভয় দেখিয়ে লাভ হবে না। আমাদের বোনদের অশ্রু আর আমাদের ঘাম রক্ত বৃথা যেতে পারে না। আমরা আশা করছি, পিএসসি খুব দ্রুত বেকারবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে।

Advertisement

আন্দোলনকারীরা জানান, নন-ক্যাডার প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পিএসসি যদি বেকারদের বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত নেয় এবং যথেষ্ট পদ থাকার পরও ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারের সব প্রার্থীদের নিয়োগ দেওয়া না হয়, তবে আরও জোরালো আন্দোলনের ডাক দেওয়া হবে।

লাগাতার অবস্থান কর্মসূচির ১৫তম দিন অতিবাহিত হলেও পিএসসি থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাননি বলে জানিয়েছেন অন্দোলনরত চাকরি প্রার্থীরা।

এমএইচএম/এমএইচআর/জিকেএস

Advertisement