বাংলাদেশ চলচ্চিত্রের খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
রোববার (২০ নভেম্বর) ভোরে তিনি শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোরে প্রাতভ্রমণ শেষে বাসায় ফেরেন মুকুল। এসময় তার বাসায় কোনো লোকজন ছিল না। এর কিছুক্ষণ পর বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে ফ্লোরে অচেতন অবস্থা পরে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
খায়রুন সুন্দরী সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন মুকুল তালুকদার। এরপর প্রায় ২০টি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুবার ইউপি চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল তালুকদার ঝিনাইগাতি আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষকতাও করেছেন। এক সময়ের ফুটবলার এ তারকা এলাকায় নানা অঙ্গনে সম্পৃক্ত ছিলেন।
Advertisement
তার মৃত্যুতে ক্রীড়া, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামাজে জানাজার সময় ও স্থান নির্ধারণ হয়নি।
ইমরান হাসান রাব্বী/জেএস/এমএস