ইসলামের অনন্য সৌন্দর্যের একটি এটি যে, মহান আল্লাহ হত্যাকারীকেও জান্নাত দেবেন। কেয়ামতের দিন দুই ব্যক্তিকে দেখে মহান আল্লাহ হাসবেন। তাদের উভয়কে তিনি জান্নাত দান করবেন। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। তারা কারা? কী তাদের পরিচয়?
Advertisement
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তির প্রতি (ব্যাপারে) হাসবেন, যাদের একজন অপরজনকে হত্যা করবে এবং উভয়েই জান্নাতে যাবে। তাদের একজন আল্লাহর পথে লড়াই করে শহীদ হবে। তারপর আল্লাহ হত্যাকারীর তাওবা কবুল করবেন এবং সে ইসলাম গ্রহণ করে (ইসলামের জন্য) শাহাদাত লাভ করবে। (বুখারি ও মুসলিম)
এ হাদিস থেকে বোঝা যায় যে, প্রথম ব্যক্তি ইসলামের জন্য শহীদ হবে। দ্বিতীয় ব্যক্তি যে ইসলাম গ্রহণের আগে মানুষকে (মুসলিম) হত্যা করবে। এরপর আল্লাহ তাআলার কাছে তাওবার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবে। এরপর ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দেবে। তাওবার গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা তাওবা কবুল করে ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করেন। উভয়কে শহিদ হিসেবে জান্নাত দান করবেন।
এমএমএস/জেআইএম
Advertisement