দেশজুড়ে

৫০ শিল্প অবকাঠামোর উদ্বোধন-ভিত্তি স্থাপন রোববার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

রোববার (২০ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

প্রকল্পগুলো হলো- চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, আনোয়ারার কর্ণফুলী ড্রাইডক, মৌলভীবাজারে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চল, জামালপুর সদরের জামালপুর অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজারের সাবরাং পর্যটন পার্ক এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেনদী অর্থনৈতিক অঞ্চল।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এ কর্মসূচি পালন করবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

Advertisement

অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হবে। সবশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

এসইউজে/জেডএইচ/এমএস