দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফার কোম্পানি ‘নেক মানি সাউথ আফ্রিকার’ উদ্বোধন হয়েছে। এছাড়া প্রবাসীদের সঙ্গে বৈধপথে দেশে অর্থ পাঠানো ও জঙ্গিবাদে অর্থসহয়তার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
শুক্রবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জোহানসবার্গ ফোর্সবার্গ মিন্ডরোডে নেক মানি সাউথ আফ্রিকার প্রধান কার্যালয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নুরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক মানির সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক মানির চেয়ারম্যান ইকরাম ফরাজী (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক মানির পরিচালক ও ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার ফরাজী ইমন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নেক মানির বিশেষ ছাড় ঘোষণা করে। সোমবার (২১ নভেম্বর) থেকে ডিসেম্বর পর্যন্ত বিনা চার্জে দেশে টাকা পাঠাতে পারবেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি প্রবাসীরা।
Advertisement
বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার ফরাজী ইমন বলেন, যেসব প্রবাসীর নেক মানিতে অ্যাকাউন্ট থাকবে, তারা দেশে গেলে ফরাজী হাসপাতালে বিশেষ চিকিৎসা পাবেন।
প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার সুফল নিয়ে দক্ষিণ আফ্রিকার কমিউনিটি সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি আলী হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে সাউথ আফ্রিকায় অনেক কিছু করা সম্ভব।
আলোচনায় দক্ষিণ আফ্রিকার শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন জঙ্গিবাদে অর্থসহয়তার বিষয়ে প্রবাসীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
কাজী ফরহার কামাল বলেন, নেক মানি সবসময় ভালো সার্ভিস দিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির সেবা করবে।
Advertisement
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দক্ষিণ আফ্রিকার কমিউনিটি সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক, ইসলামী ফোমারের সভাপতি মোশাররফ হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মেরাজ মিয়াসহ আরও অনেকে। এসময় প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
আরএডি/এএসএম