সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে সুনামগঞ্জে শুরু হয়েছে দুদিনের পরিবহন ধর্মঘট। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়, যা শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
Advertisement
সুনামগঞ্জ নতুন বাসট্যান্ডে গিয়ে দেখা যায়, ভোর ৬টা থেকে সুনামগঞ্জ থেকে একটি বাসও সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা টার্মিনালে এসে যখন শুনছেন ধর্মঘট তখন তারা হতাশ হচ্ছেন। যারা দূর-দূরান্ত থেকে ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে এসেছেন তারাই পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো শ্রমিক নেতাকে বাস টার্মিনালের আশপাশে দেখা যায়নি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম (৫০)। নাতনি রেহানা আক্তারকে (৭) নিয়ে ডাক্তার দেখাতে সিলেটে যাবেন। ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টার দিকে সুনামগঞ্জ বাস টার্মিনালে পৌঁছে জানতে পারেন বাস চলাচল বন্ধ। পরে বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যান সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘একমাস ধরে নাতনিটা খুব অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সুস্থ হয়নি। তাই আজ সিলেটে যাওয়ার জন্য সুনামগঞ্জে এসেছি। কয়েক ঘণ্টা অপেক্ষা করলাম কিন্তু সিলেটের কোনো গাড়ি ছাড়েনি। কপাল খারাপ তাই অসুস্থ নাতনিকে নিয়ে আবারও বাড়ি চলে যাচ্ছি।’
Advertisement
তাহিরপুর থেকে আসা সাইদুর মিয়া জাগো নিউজকে বলেন, ‘আমার মা সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি। আজ তার অপারেশন। কিন্তু সিলেটের কোনো যানবাহন পাইনি। তবে কিছু করার নেই, পায়ে হেঁটে হলেও আজ সিলেটে পৌঁছাবো।’
লাউড়েগড় থেকে আসা হাফিজ মিয়া বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জের লাউড়েগড়ে বেড়াতে এসেছিলাম। আজ বাড়ি যাবো। কিন্তু এসে দেখি ধর্মঘট। তাই আবারও আত্মীয়ের বাসায় ফিরে যাচ্ছি।’
ক্ষোভ প্রকাশ করে সিলেটের বিশ্বম্ভরপুরের বাসিন্দা ইউনুছ মিয়া বলেন, ‘কয়েকদিন পর পর পরিবহন শ্রমিকরা ধর্মঘট দেয়। এতে আমাদের মতো সাধারণ মানুষকে খুব দুর্ভোগে পড়তে হয়। এটা সত্যিই দুঃখজনক।’
বাসের জন্য অপেক্ষা করছিলেন জামালগঞ্জ থেকে আসা রাব্বি মিয়া। তিনি বলেন, কপাল খারাপ থাকলে সব দিকে হয়। সিলেটে যাওয়ার জন্য এসে সকাল থেকে বাসস্ট্যান্ডে বসে আছি। ভেবেছিলাম যদি গাড়ি ছাড়ে কিন্তু গাড়ি ছাড়লো না। তাই আবারও জামালগঞ্জ চলে যাচ্ছি।’
Advertisement
জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, চার দফা দাবিতে সুনামগঞ্জে দুদিনের পরিবহন ধর্মঘট চলছে। দাবি না মানলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।
লিপসন আহমেদ/এসআর/জেআইএম