তথ্যপ্রযুক্তি

কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতার উদ্বোধন করবেন পলক

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন খামার বাড়িতে শুরু হতে যাচ্ছে ‘কানেক্টিং স্টার্টআপস বাংলাদেশ’ এর বাছাই পর্ব। মঙ্গলবার থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত বছরের ১৮ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় চার শতাধিক আবেদন জমা পড়েছে। প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ পাবেন। এর পাশাপাশি বিজয়ীরা আর্থিক অনুদান এবং মেন্টরিং এর সুযোগ পাবে। এছাড়া নির্বাচিত আরো অর্ধশত জন জায়গা বরাদ্দ নিতে পারবে। স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তীতে আরো কার্যক্রম গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে- আইসিটি ডিভিশন, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এই আয়োজনে ইনকিউবেশন ও টেলিকম পার্টনার হিসেবে আছে বাংলালিংক এবং অন্যান্য সহযোগী হিসেবে আছে ফেনক্স, গ্যাপ এবং কিজকি। আরএম/এসএইচএস/আরআইপি

Advertisement