অর্থনীতি

আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউর্ড, পূর্ণ অবসায়ন যোগ্য, ফুলটিং রেট সাব অর্ডিনেটড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির মেয়াদ ৬ বছর।

বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার সাড়ে ৭ শতাংশ থেকে ১০ শতাংশ। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ আইপিডিসি ফাইন্যান্স টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা বন্ডটি কিনতে পারবেন।

Advertisement

বন্ডটির ট্রাস্টি হিসেবে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং অ্যাভেঞ্জার হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

এমএএস/এমএএইচ/এমএস