দেশজুড়ে

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রকে বলাৎকার, দুই শিক্ষক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসাছাত্রকে (১৩) বলাৎকারের ঘটনায় দুই শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর পৌর শহরের লেংড়া বাজার এলাকার একটি মাদরাসা থেকে পুলিশ তাদের আটক করে।

Advertisement

আটকরা হলেন, ওই মাদরাসা সুপার আবদুল ওয়াজের এবং অভিযুক্ত শিক্ষক আবদুর রশিদ।

বলাৎকারের শিকার ছাত্রের পরিবারের সদস্যরা জানান, ছয়-সাতদিন আগে রাতে সবাই ঘুমিয়ে পড়লে শিক্ষক রশিদ ওই ছাত্রকে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরে ঘটনাটি মাদরাসা সুপারকে জানায় ভুক্তভোগী ছাত্র। কিন্তু বিষয়টি ধামাচাপা দিতে সুপার ছাত্রের অভিভাবককে কিছুই জানাননি। সুপার ওই ছাত্রকে চিকিৎসকের কাছে পাঠিয়ে ওষুধ কিনে দেন।

আটকের আগে মাদরাসা সুপার আবদুল ওয়াজের জানান, ঘটনাটি শোনার পর অভিযুক্ত রশিদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি লিখিতভাবে দোষ স্বীকার করেন। এতে তাকে মাদরাসা থেকে বের করে দেওয়া হয়। আর ওই ছাত্রকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাটি তিনি মাদরাসা পরিচালনা কমিটি ও ছাত্রের পরিবারকে জানাননি।

Advertisement

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ছাত্রকে যৌন নিপীড়নের ঘটনায় মাদরাসা সুপার ও অভিযুক্ত শিক্ষককে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাজল কায়েস/এমআরআর/এএসএম